প্রকাশিত: Mon, May 13, 2024 9:25 AM
আপডেট: Mon, Jan 26, 2026 2:20 AM

[১]আজ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পর বনানীতে প্রবীণ রাজনীতিবিদ হায়দার আকবর খান রনোর দাফন

সমর চক্রবর্তী: [২] বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টা হায়দার আকবর খান রনোর জানাজা আজ সোমবার অনুষ্ঠিত হবে। জানানা শেষে বনানী কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে। তিনি শুক্রবার দিবাগত রাতে মারা গেছেন।

[৩] সিপিবি জানায়, সোমবার সকাল ১০টায় সিপিবি অফিসে তার মরদেহ নেওয়া হবে। পরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে মরদেহ। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ে জানাজার পর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

[৪] ১৩ মে সারা দেশে পার্টি কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, দলীয় পতাকা অর্ধনমিত ও কমরেড হায়দার আকবর খান প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হবে।

[৫] মার্ক্সবাদী তাত্ত্বিক হায়দার আকবর খান রনো পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও নেতা। তিনি একাধিক বইয়ের লেখক। সম্পাদনা: এম খান